Wellcome to National Portal
Main Comtent Skiped

Title
Training is provided to increase the capacity of responsible food safety inspectors in Sherpur district, upazila and municipality.
Details
বাংলাদেশ নিরাপদ খাদ্য  কর্তৃপক্ষ,  শেরপুর কর্তৃক  গত ২৫ জুন, ২০২৫ তারিখ শেরপুর জেলা, উপজেলা ও পৌরসভায় দায়িত্বপ্রাপ্ত  নিরাপদ খাদ্য পরিদর্শকদের   সক্ষমতা বৃদ্ধিকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত  প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বি.এম রুহুল আমিন রিমন, উপপরিচালক,  বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ; ডা: মুহাম্মদ শাহীন, সিভিল সার্জন, শেরপুর;  জনাব শকিল আহমেদ,  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুর; এডভোকেট শামীম, প্রতিনিধি,  পাবলিক প্রসিকিউটর, শেরপুর;  জনাব মোঃ শাকিলুজ্জামান,  নিরাপদ খাদ্য অফিসার, শেরপুর এবং জনাব ইমরান হোসেন মোল্লা, মনিটরিং অফিসার, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। প্রশিক্ষণে নিরাপদ খাদ্য পরিদর্শকদেরকে নিরাপদ খাদ্য আইন-২০১৩, মোবাইল কোর্ট পরিচালনা,  বিশুদ্ধ খাদ্য আদালতে মামলা দায়ের পদ্ধতি,  মামলা দায়ের জটিলতা ও উত্তরণের উপায় এবং খাদ্য স্থাপনা পরিদর্শন  বিষয়ে লেকচার প্রদান করা হয়।
Attachments
Publish Date
26/06/2025
Archieve Date
26/06/2027