শেরপুর পৌরসভায় অবস্থিত শাহজাদা ফুড কারখানায় ভেজাল বিরোধী যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শেরপুর ও পরিবেশ আধিদপ্তর, শেরপুর।
বিস্তারিত
অদ্য ৩০/০৬/২০২৫ তারিখ জনাব ইসতিয়াক মজনুন ইশতি, সহকারী কমিশনার (ভূমি), শেরপুর সদর এর নেতৃত্বে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, শেরপুর ও পরিবেশ অধিদপ্তর শেরপুর কর্তৃক
শেরপুর পৌরসভায় অবস্থিত শাহজাদা ফুড কারখানায় ভেজাল বিরোধী যৌথ অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনাব মো: নূর কুতুবে আলম সিদ্দিক, উপপরিচালক, পরিবেশ অধিদপ্তর, শেরপুর; জনাব মো: শাকিলুজ্জামান, নিরাপদ খাদ্য অফিসার, শেরপুর; জনাব শাহজাদা হোসেন, নিরাপদ খাদ্য পরিদর্শক, শেরপুর পৌরসভা; জনাব সুশীল কুমার দাস, পরিদর্শক, পরিবেশ অধিদপ্তর, শেরপুর। অভিযানকালে প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও মোড়কীকরণ, পোড়া তেলের ব্যবহারসহ একাধিক অসঙ্গতির জন্য সতর্কামূলক ৫০,০০০ টাকা জরিমানা করা হয় এবং নগদ আদায় করা হয়। এছাড়াও পোড়া তেল ও অস্বাস্থ্যকর উপায়ে রাখা মটর ভাজা জব্দ করে জনসম্মুখে তা ধ্বংস করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতায় শেরপুর সদর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি চৌকস টিম উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠানটিকে স্বাস্থ্যসম্মত উপায়ে খাদ্য তৈরি, সংরক্ষণ, মোড়কীকরণ ও পোড়া তেলের ব্যবহার পরিহারসহ নিরাপদ খাদ্য বিষয়ে যথাযথ দিক নির্দেশনা প্রদান করা হয়।